টাইগারদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে আগুন ঝরিয়েছেন পেসার মারুফ মৃধা। কিন্তু বাকি বোলাররা তেমন প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ভারতীয় তরুণরা ভালো সংগ্রহ পায়। প্রথমে ব্যাট করতে নেমে আদর্শ সিং ও অধিনায়ক উদয় শাহরানের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে।
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে টাইগার যুব। চার বছর পর আবার দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপ। কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের মিশন যুব বিশ্বকাপ জেতা। যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু তাদের লড়াই। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগারের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
তবে ভারতকে ব্যাটে পাঠিয়ে শুরুটা ভালো করে বাংলাদেশ। দলের ১৭ রানে আরশিন কুলকার্নিকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। উইকেটরক্ষক আশিকুর রহমানের হাতে ধরা পড়ার আগে ৭ রান করেন আরশিন। এরপর বিতর্কিত সিদ্ধান্তে দলের ৩০ রান। ইকবালের বল আউট হলেও আম্পায়ারের ভুলে রক্ষা পান আদর্শ। পরের ওভারে মুশের খানকে আউট করেন মারুফ। উইকেটরক্ষক আশিকুরের বলে তাকে ক্যাচে পরিণত করেন এই পেসার। মুশের ৭ বলে করেন ৩ রান। এরপর আদর্শকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উদয়। তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দুই ব্যাটসম্যান। এভাবেই ভারতীয়রা একটি বড় পুঁজির ভিত্তি পেয়েছে।