বিবিধ

ডিএম-এ একসঙ্গে ৫ শিশুর জন্ম: ৪টি একে একে মারা গেছে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নরসিংদীর বাসিন্দা মনসুরা আক্তারের (২১) জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে চারজন একে একে মারা গেছেন। তাদের মধ্যে বেঁচে যাওয়া মেয়েকে বাঁচানোর চেষ্টা করছেন পরিবারের সদস্য ও চিকিৎসকরা।

রোববার বিকেলে ঢামেক হাসপাতালের নিওনেটাল বিভাগের (এনআইসিইউ) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মনীষা ব্যানার্জি চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জন্মের পর পাঁচ শিশুরই ওজন ছিল খুবই কম।

এ ছাড়া তাদের বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। জন্মের পরপরই পাঁচটি শিশুকে এনআইসিইউতে রাখা হয়। একজন রোগী জন্মের এক ঘণ্টার মধ্যে মারা যান। পরে ধাপে ধাপে আরও তিন শিশু মারা যায়।

বর্তমানে, একজন মেয়ে এখনও এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা ভালো নয়।

এর আগে বৃহস্পতিবার সকালে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচ সন্তানের জন্ম দেন মানসুরা। তিনি নরসিংদীর শিবপুরের বান্ধরদিয়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক আমির উদ্দিন মামুনের স্ত্রী।

তার বাবার বাড়ি একই উপজেলার নিনগাঁও গ্রামে।