• বাংলা
  • English
  • বিবিধ

    কবি আসাদ চৌধুরী আর নেই

    বাংলার জনপ্রিয় কবি আসাদ চৌধুরী মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কবির জামাতা নাদিম ইকবাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    কবি আসাদ চৌধুরী কয়েক বছর ধরে পরিবার নিয়ে কানাডায় বসবাস করছেন। তিনি ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মাতার নাম সৈয়দা মাহমুদা বেগম।

    সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।