• বাংলা
  • English
  • আন্তর্জাতিক

    এবার ডেনমার্কে কোরান পোড়ানো হল, ইরাকের নিন্দা

    সোমবার ড্যানিশ রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে ইসলামের পবিত্র গ্রন্থ কোরান পুড়িয়েছে দুই বিক্ষোভকারী। এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরাক।

    ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর কর্তৃপক্ষকে অবিলম্বে তথাকথিত বাকস্বাধীনতা এবং প্রতিবাদের অধিকারের সুরক্ষা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

    ইরাক আরও জানিয়েছে যে বাগদাদে ডেনিশ দূতাবাসের ডেনিশ কর্মীরা দেশ ছেড়ে গেছে। ডেনমার্ক অবশ্য বলছে, তারা ইরাক থেকে তাদের দূত প্রত্যাহার করেনি।

    এর আগে গত মাসের শেষ দিকে কোরান পোড়ানোকে কেন্দ্র করে সুইডেনে দাঙ্গা হয়।

    সোমবার কোপেনহেগেনে কোরআন পুড়িয়ে ফেলা দুই প্রতিবাদকারী নিজেদের ‘ডেনিশ দেশপ্রেমিক’ বলে দাবি করেছে। যারা গত সপ্তাহে একই ধরনের প্রতিবাদ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তা সম্পূর্ণভাবে দেখিয়েছেন।

    দুই নর্ডিক দেশে কোরান পোড়ানোর প্রতিবাদে কয়েক লাখ ইরাকি বাগদাদে সমাবেশ করেছে।