আনজুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবেল ট্রাস্টের কার্যক্রম শুরু
বরিশাল, নড়াইল, ঈশ্বরদী এবং রাজশাহীতে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবেল ট্রাস্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল জেলার উজিরপুর থানার ওঠরা গ্রামের জামেয়া চিশতীয়া আশরাফীয়া হাশেমীয়া আনোয়ারীয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে এ কার্যক্রম শুরু হয়। পীরে তরিকত, হযরত শাহ সৈয়্যদ মুহাম্মাদ মাহমুদ আশরাফ আশরাফী আল জীলানী (মা.আ) হুযুর কেবলা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
হুজুর কেবলা উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, খিদমতে খালক ও খিদমতে দ্বীনের অন্যতম আহবায়ক, নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৪০ তম ও গাউসে পাক বড়পীর আব্দুল কাদের জীলানী (রা.) এর ২৭ তম বংশধর। তিনি ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত দরবারে আলীয়া আশরাফীয়া হাসানীয়া সারকারে কালাঁ এর সাজ্জাদানাশীন।
এসময় আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী, উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব উল আলম চৌধুরী আশরাফী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নড়াইল, কাশিয়াতে মাদ্রাসার জন্য আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের কাছে মুহাম্মাদ আকবর হোসেন আশরাফী, ঈশ্বরদীতে ‘খানকাহে আশরাফীয়া হাসানীয়া সারকারে কালাঁ’ এর জন্য আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের জন্য, রাজশাহী, বনেশ্বরে ‘মাদ্রাসায়ে আশরাফীয়া মাহমুদুল উলুম’ এর নামে আঞ্জুমান এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের নিকট জমি হস্তান্তর করেন মুহাম্মাদ খাইরুল ইসলাম আশরাফী। রাজশাহী শিরোইল কলোনীতে ‘খানকাহে আশরাফীয়া হাসানীয়া সারকারে কালাঁ’ এর জন্য আনজুমান- এ আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের নিকট জমি হস্তান্তর করেন অ্যাডভোকেট কচি আশরাফী।