যৌতুকের দাবিতে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড!
ঝিনাইদহের শৈলকুপায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল হালিম শৈলকুপার দেবীনগর গ্রামের ছাত্তার মণ্ডলের ছেলে।
রায়ের সূত্রে জানা গেছে, ঘটনার ১৩ বছর আগে শৈলকুপার দেবীনগর গ্রামের আব্দুল হালিমের সঙ্গে ববিতা খাতুনের বিয়ে হয়। এরপর থেকে স্বামী আব্দুল হালিম বিভিন্ন কারণে যৌতুকের দাবিতে স্ত্রী ববিতাকে নির্যাতন করতো। এর জের ধরে ২০১৩ সালের ১৯ ডিসেম্বর তার স্বামী আব্দুল হালিম তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বাড়ির পাশের মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহতের পরিবার শৈলকুপা থানায় আব্দুল হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ঘটনায় ২০১৪ সালের ২৬ মে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার শুনানি শেষে আদালত আবদুল হালিমের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায়ের আগে থেকেই আসামি পলাতক রয়েছে।