• বাংলা
  • English
  • শিক্ষা

    “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউআইটিএস-এর বিনম্র শ্রদ্ধা”

    অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।

    বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়ার নেতৃত্বে অদ্য ২১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি., মঙ্গলবার রাত ২টায় রাজধানীস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। পুস্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদগণের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএসের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মো. ইয়াছিন আলী, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারী প্রক্টর জনাব মো. শামিম হোসেন, জনসংযোগ কর্মকর্তা ও বিওটি’র অফিস সেক্রেটারি জনাব মো. ওমর ফারুক-সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

    মন্তব্য করুন