• বাংলা
  • English
  • বিবিধ

    ৫০০ টাকা বাজি ধরে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদীতে ঝাঁপ দিয়ে বাবুল নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাইকেরছড়া এলাকার শহিদুল ঘাটে এ ঘটনা ঘটে।

    জানা যায়, চাচাতো ভাইয়ের বিয়ের বরযাত্রী ছিলেন বাবুল। নববধূকে নিয়ে ফেরার পথে দুধকুমার নদীতে সাঁতার কাটতে অন্যদের সঙ্গে বাজি ধরা হয়। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের আনিছ মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার তিলাই ইউনিয়নের খোচাবাড়ি চর এলাকায় একই এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে হাসেম আলীর বিয়ে হয়। রোববার বিকেলে হাসেম আলীর চাচাতো ভাই বাবুলসহ প্রায় ৩০-৩৫ বর যাত্রি নিয়ে বিয়ে বাড়িতে যায়। রাতে বিয়ে বাড়ি থেকে বউকে নিয়ে ফিরছিলেন তারা। তখন কুয়াশা ছিল অদৃশ্য। শহিদুল ঘাটে এসে বাবুল অন্য বরযাত্রীদের সঙ্গে কথা বলে বাজি ধরে। সাঁতার কেটে পার হবে দুধকুমার নদী। আর সম্ভব হলে পাবেন ৫০০ টাকা।

    পরে, তিনি পোশাক খুলে, গেঞ্জি পরলেন, লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করলেন, তার পরে অন্যরা যারা লাইট জ্বালিয়ে দিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর হঠাৎ পানিতে ডুবে যায় বাবুল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

    ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বিষয়টি আমাদের জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। রংপুর থেকে একটি ডুবুরি দল আসবে বলেও তিনি জানতে পারেন।

    মন্তব্য করুন