জাতীয়

মেট্রোরেল স্টেশনের নিচে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে মো. শাহাবুদ্দিন (৭০) নামে এক রিকশাচালক মারা গেছেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
বুধবার বিকেলে মেট্রোরেল স্টেশন এলাকায় যাত্রী নামানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই রিকশাচালক। তারপর স্টেশনের নিচে বসে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই সেখানে তার মৃত্যু হয়।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর খান জানান, দুপুর ১২টার দিকে যাত্রী নামানোর পর স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বেশ কয়েকবার জোরে শ্বাস নেন ওই ব্যক্তি। তারপর মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
পুলিশ জানায়, শাহাবুদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানার বারগাঁও গ্রামে। তিনি রাজধানী ঢাকার আগারগাঁও এলাকায় থাকতেন।

মন্তব্য করুন