জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মামলা, ১০ জন রিমান্ডে
ঢাকার আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে অপহরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে সহযোগীরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
এরপর রাতেই ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে আগের মামলার ১০ আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
আদালতের পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন জানান, শুনানি শেষে মহানগর হাকিম শফি উদ্দিন আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- শাহিন আলম, শাহ আলম, বিএম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, খায়রুল ইসলাম, মোজাম্মেল হোসেন, আরাফাত রহমান, শেখ আবদুল্লাহ, আবদুস সবুর ও রশিদুন্নবী।
এর মধ্যে আরাফাত ও সবুরকে ছিনতাইয়ের চেষ্টা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।