খুলনা-সাতক্ষীরা মহাসড়ক।যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যান
খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সাধারণ যাত্রীরা যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় নগরীর গল্লামারী ও ডুমুরিয়া সড়কে মাঝে মাঝে দুটি ইজিবাইক ও রিকশা চলাচল করতে দেখা গেলেও চালক ও সাধারণ যাত্রীরা আতঙ্কিত। তবে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসহ গল্লামারী এলাকার বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। দোকানপাট যথারীতি খোলা থাকলেও ক্রেতাদের ভিড় ছিল না। অন্যদিকে দূরপাল্লার যাত্রীদের পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।
বটিয়াঘাটা কইয়া বাজার এলাকার বাসিন্দা হিমাংশু গোলদার জানান, তার এক আত্মীয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাই তাকে দেখতে সকাল ৯টায় বাসা থেকে বের হলাম। সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষার পর কোনো গাড়ি না পেয়ে বাসায় ফিরছি। এমনই দুর্ভোগ ছিল শত শত মানুষের।
বিশেষ করে ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার বিএনপি কর্মীদের সমর্থকদের চার-পাঁচজনের দলে মাঠে যেতে দেখা গেছে।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন মফিজ জানান, পুলিশের বাধায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী সভাস্থলে পৌঁছাতে পারেননি।
এদিকে বিএনপির জনসমাবেশের নৈরাজ্যের বিরুদ্ধে দুপুর সাড়ে ১২টার দিকে গল্লামারী মোড় এলাকায় যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
গল্লামারী এলাকার ডিউটি এসআই নাসির উদ্দিন জানান, গল্লামারী এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কর্মীদের বাধা দেওয়া হয়নি। যুবলীগ এখানে শান্তিপূর্ণভাবে মিছিল করেছে।
নগরীর গল্লামারী এলাকায় যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাত্রা।