• বাংলা
  • English
  • খেলা

    ফাইনালের আগে বাংলাদেশকে নেপালের হুংকার

    নেপাল আগের পাঁচ সংস্করণের চারটিতেই ফাইনাল খেলেছে। নারী সাফায় ভারত প্রতিবারই তাদের কাঁদিয়েছে। কাঠমান্ডুতে আজকের ফাইনালে নেই ভারত। বাংলাদেশ দারুণ প্রতিপক্ষ। তবে চূড়ান্ত পর্বে নিজেকে এগিয়ে রাখছেন নেপালের কোচ কুমার থাপা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে নেপাল-বাংলাদেশ।

    গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে থাপা বাংলাদেশকে হুঙ্কার দিয়েছেন, ‘আগামীকাল (আজ) দুই দলের জন্যই সাফের ইতিহাসে নতুন গল্প লেখা হবে। আমরা সেই সুযোগ নষ্ট করতে চাই না। আমরা ভালো ফুটবল খেলে সেই গল্প লিখতে চাই। আমরা ৯০ মিনিটের শেষে ভক্তদের দুঃখিত করতে চাই না। ট্রফিটি এখন নেপালে এবং আমরা নেপালের বাইরে যেতে দেব না।’

    হিমালয়ের দেশ বাংলাদেশের বয়সী মেয়েদের খুব একটা পাত্তা দেয় না। তবে জাতীয় দলের লড়াইয়ে তার উল্টো। বাংলাদেশের কাছে কখনো না হারার রেকর্ড রেখেই শিরোপা উদযাপন করতে চান নেপাল কোচ।

    চূড়ান্ত প্রতিপক্ষ বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইতিহাস লেখা হয় তা ভাঙতে। বয়সভিত্তিক খেলায় নেপাল হারলেও জাতীয় দলের খেলায় হেরেছে বাংলাদেশ। অবশ্য অতীত মনে করতে চাই না। দুই দলই সেরা দল।

    কুমার থাপা আরও বলেন, ‘চাপের চেয়ে আবেগ বড়। নেপালের মানুষ ফুটবল খেয়ে ঘুমায়। তাদের উপস্থিতিতে আবেগ বা চাপ কোনটাই কাজ করবে না। তারা আমাদের কাছ থেকে ভালো ফুটবল দেখবে।’

    মন্তব্য করুন