৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা গ্রেফতার
তারাগঞ্জে জুহি নামে ৬ মাস বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুটির মা তুলশী রানীকে এলাকার লোকজন গ্রেপ্তার করেছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি হিন্দুপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের বাবুলাল ও তুলশী রানী দম্পতির দ্বিতীয় কন্যা। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুলালের স্ত্রী তুলশী রানী প্রায় ৪-৫ দিন ধরে কথা বলছিলেন না। তিনি খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। আজ সোমবার সকালে বাবুলালের মা পাটানি বালা শিশুটিকে তুলশী রানীকে খাওয়ানোর জন্য দেন। কয়েক মিনিট পর তিনি এসে দেখেন যে তার ছেলের স্ত্রী ছুরি দিয়ে শিশুটির গলা কেটে বিছানায় ফেলে রেখেছে। এই সময় পাটানি বাবলা চিৎকার করলে গ্রামের লোকজন খুনি মাকে গ্রেপ্তার করতে ছুটে আসে। ইউপি সদস্য সাবিত্রী সেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমি শুনেছি মৃত শিশুর মা মানসিক রোগে ভুগছেন। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছে।