• বাংলা
  • English
  • জাতীয়

    ৩০০ ফুট থেকে সয়াবিন তেলের ট্রাক ছিনতাই

    রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফুট সড়ক এলাকায় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা একদল দুর্বৃত্ত সয়াবিন তেলবাহী একটি ট্রাক ছিনতাই করেছে। বুধবার সকালে ৩০০ ফুট সড়কের বালু নদী এলাকায় এ ঘটনা ঘটে।

    পরে ছিনতাইকারীরা ট্রাক চালককে মাইক্রোবাসে তুলে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফেলে দেয়। লুট হওয়া তেলের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

    ট্রাকচালক মোঃ বাবুল জানান, বুধবার সকালে ঢাকা মেট্রো T11-9225 ট্রাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সিটি অয়েল মিল থেকে ৬০ ড্রাম (১১ হাজার ১০০ কেজি) সয়াবিন তেল নিয়ে ময়মনসিংহের ভালুকা যাওয়ার পথে। সকাল সাড়ে ১০টার দিকে কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা একদল লোক ৩০০ ফুট সড়কের বালু নদীর সেতু পার হওয়ার পর তার গাড়ির ১০০ গজ সামনে এসে থামে।

    এ সময় কমিউনিটি পুলিশের জ্যাকেট পরা লোকজন ট্রাকের কাগজপত্র দেখতে চায়। একপর্যায়ে তারা ট্রাক চালককে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় তাদের আরেকটি দল তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

    তেল ও ট্রাকের মালিক শাহীন এন্টারপ্রাইজের মালিক শামীম আহমেদ জানান, ট্রাক ছিনতাইয়ের পর কোন থানায় অভিযোগ করবেন তা নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি। কারণ ঢাকার খিলক্ষেত ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল নিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আসছে।

    এ ব্যাপারে খিলক্ষেত থানার ওসি মুন্সী শাব্বির আহমেদ জানান, রূপগঞ্জ থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

    অপরদিকে রূপগঞ্জ থানার ওসি এএফএম সাঈদ জানান, চালকের বর্ণনা অনুযায়ী ডিএমপি এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

    মন্তব্য করুন