১৮৫ রোহিঙ্গাবাহী নিয়ে একটি নৌকা ইন্দোনেশিয়া ভিড়ল
অন্তত ১৮৫ রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা সপ্তাহখানেক সমুদ্রে থাকার পর ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আচেহ পৌঁছেছে। মানবাধিকার কর্মী ও পুলিশকে নিয়ে এ খবর জানিয়েছে।
সোমবার নৌকাটি উজং পাই গ্রামে আসে। ৫৭ জন রোহিঙ্গাকে বড়দিনের আগের দিন আচেহ প্রদেশের অন্য অংশে নামতে দেওয়া হয়েছিল।
আচেহ পুলিশের মুখপাত্র উইনার্দি জানান, নৌকাটিতে ৮৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু ছিল।
সোশ্যাল মিডিয়ায় স্থানীয় এক বাসিন্দার শেয়ার করা একটি ভিডিওতে শিশুসহ রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা গেছে। তাদের খুব দুর্বল এবং ক্লান্ত লাগছিল।
রোহিঙ্গাদের সহায়তাকারী আরাকান প্রজেক্টের ক্রিস লেয়া বলেন, দেড় শতাধিক রোহিঙ্গাকে বহনকারী নৌকা খুঁজে পাওয়া যাচ্ছে না, নৌকাটি ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার একই নৌকা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, ২০২১ সালের তুলনায় এ বছর সমুদ্র ঝুঁকিতে রোহিঙ্গাদের যাত্রা বেড়েছে। সংস্থাটি ওই অঞ্চলের সরকারকে তাদের উদ্ধারের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) অনুসারে সাম্প্রতিক সপ্তাহে অন্তত ২০ জন রোহিঙ্গা সমুদ্রে মারা গেছে। দুই মাসে বেশ কয়েকটি নৌকায় করে শত শত রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় আসার পর মঙ্গলবার তারা এ কথা বলেন।