১৩টি পশু মারা নিয়ে সাফারি পার্কে বৈঠক, সাংবাদিকদের ‘প্রবেশে নিষেধাজ্ঞা’
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক ১৩টি প্রাণীর মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এবং বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের সদস্যরা জরুরি বৈঠক করেন।
বুধবার বিকেলে সাফারি পার্কের ইরাবদি রেস্ট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো গণমাধ্যমকর্মীকে ইরাবতী বিশ্রামাগারে যেতে দেওয়া হয়নি। বৈঠকের পর কমিটির সদস্যরা বা মেডিকেল বোর্ডের কেউই কোনো মন্তব্য করেননি।
পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে স্যার বললেন, এখানে কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। ইরাবতী রেস্ট হাউসের প্রবেশ পথও বন্ধ করে দেওয়া হয়।
পার্কের প্রকল্প কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বলেন, বৈঠকে কী আলোচনা হয়েছে তা তিনি জানেন না।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, পার্কটি প্রতিষ্ঠার পর বুধবার প্রথম সাংবাদিকরা পার্কে প্রবেশ করেন। এর আগে পেশাগত দায়িত্ব পালনে পার্কে প্রবেশের জন্য কোনো সাংবাদিককে টিকিট কিনতে হতো না।