১০ তলা থেকে পড়ে প্রাণ গেল সম্রাটের
রাজধানীতে এসি ব্যবহার করার সময় দশম তলা থেকে পড়ে মোঃ সম্রাট ওরফে হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ধানমন্ডির ১০/এ পাকিজা স্কাই তাস ভবনে এই ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বাবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্রাট পেশায় একজন এসি হেলপার। আজ সকালে ধানমন্ডি ১০/এ পাকিজা স্কাই তাস ভবনের ১২ তলা ভবনের ১০ তলার একটি ফ্ল্যাটে এসি ব্যবহার করার সময় উপর থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সম্রাট পাবনা জেলার সুজানগর উপজেলার তারাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি মগবাজার বাটার লেনে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
Do Follow: greenbanglaonline24