‘হাত-পা বাঁধা’ বলায় শাস্তি পেলেন কোচ সালাহউদ্দিন
বিপিএল আম্পায়ারিংয়ের সমালোচনা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আমাদের হাত-পা বাঁধা। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করে লাভ নেই।
গত শনিবার বিপিএলের চট্টগ্রাম পর্বে বরিশালের বিপক্ষে কুমিল্লার ম্যাচে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই ম্যাচে ‘খালি চোখে’ দেখা গিয়েছিল বল উইকেটের লাইনে পিচ করেনি। তবে বিকল্প ডিআরএসের সাহায্যে লেগ বিফোর আউট দেন থার্ড আম্পায়ার।
ওই ঘটনায় ম্যাচ হারার পর সালাহউদ্দিন বলেন, ‘এমন দু-একটা সিদ্ধান্তে ম্যাচ হারবে। সিদ্ধান্তগুলো আরেকটু ভেবে দেখা হলে ভালো হয়। এ নিয়ে লেখালেখি বা প্রতিবাদ করে কোনো লাভ নেই। আসলে আমাদের হাত-পা বাঁধা।
বিপিএল আম্পায়ারিং নিয়ে এমন মন্তব্য করায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া বিসিবির নিয়ম ভাঙার জন্য তাকে তিনটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে বিসিবি আচরণবিধির অধ্যায়ের ২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যেখানে ম্যাচ নিয়ে খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের জনসমক্ষে সমালোচনা বা অবজ্ঞা করা হয়। মোহাম্মদ সালাহউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ ও শাস্তি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন ছিল না।