হাইকোর্ট ইশরাককে আত্মসমর্পণের নির্দেশ
সম্পত্তির জবানবন্দি জমা না দেওয়ার মামলায় ঢাকার বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে খালাস দেওয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল হাইকোর্ট গ্রহণ করেছে। তাকে আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মো: সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে। আইনজীবী খুরশীদ আলম খান আদালতে দুদকের পক্ষে ছিলেন। পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দুদকের আপিল শুনানি গ্রহণের পরে যে আদালত ইশরাক হোসেনকে খালাস দিয়েছেন, তাকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টও আত্মসমর্পণের পরে আদালতকে ইশরাকের জামিন মঞ্জুর করার নির্দেশ দেয়। গত বছরের ২৩ নভেম্বর ঢাকারর চতুর্থ বিশেষ জজ আদালত ২০১০ সালের দুদকের একটি মামলা থেকে ইশরাককে খালাস দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক নিজে ও তার নির্ভরশীলদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ জারি করে। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদক কনস্টেবল তালেব নোটিশ দেওয়ার জন্য ইশরাকের বাসায় যান। তবে তিনি তখন উপস্থিত ছিলেন না। পরে নোটিশটি চার জন সাক্ষীর সামনে আবাসের নিচতলায় প্রবেশের দেয়ালে স্কচ টেপ দিয়ে ঝুলানো হয়। তবে দুদকের দেওয়া সাত কার্যদিবসের মধ্যে ইশরাক হোসেন তার সম্পদের হিসাব জমা দেননি। পরে ২০১০ সালের ২৯ আগস্ট দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। তদন্তের পরে, জাহাঙ্গীর হোসেন ৬ই ডিসেম্বর, ২০১৮ সালে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে ইশরাকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।