বাংলাদেশ

সৎ বাবার পরিকল্পিত হত্যাচেষ্টায় শিশুকে পুকুরে ফেলে দেওয়া হয়

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হত্যার উদ্দেশ্যে এক সৎ বাবার বিরুদ্ধে এক শিশুকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুরাদ হোসেন নামে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির নাম তাসিন (৬)। সে লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। শিশু তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর তারা তার বড় ভাই বিপ্লবের সাথে তাদের মা ববিতা বেগমের সাথে থাকত। ছয়-সাত মাস আগে তার মা ববিতা বেগম লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাসিন তার মা ববিতা বেগমের সাথে মুরাদের বাড়িতেই থাকত। জানা গেছে, শনিবার মুরাদ তাসিনকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেছিল। সারাদিন মোটরসাইকেলে ঘুরে বেড়ানো মুরাদ রাত ৯টার দিকে ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউনিয়নের রাস্তার পাশে একটি পুকুরে শিশুটিকে ফেলে দেয়। সেই সময় ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে, শিশুটিকে পুকুরে ডুবে থাকতে দেখে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব হত না। এমন নিষ্ঠুর কাজের কঠোর শাস্তি হওয়া উচিত। ফুলবাড়ী থানার এসআই আব্দুর রহিম জানান, পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা গ্রেপ্তার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে মুরাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।