স্বেচ্ছাসেবক লীগ নেত্রী শুভ্রকে হত্যার দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রর মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং বাকি নয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাইলকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ, সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খায়রুল ইসলাম, রুহুল আমিন, মাইনুদ্দিন, শরিফুল ইসলাম নাইম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মাসুদ পারভেজ কার্জন, শরীয়ত উল্লাহ সুমন ও রাসেল মিয়া।
গত বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মনির কামাল উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।
দুই বছর আগে ২০২০ সালের ১৭ অক্টোবর রাতে গৌরীপুর মধ্যবাজার পান মহলে মাসুদুর রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মাসুদুর রহমানের ছোট ভাই আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ২৭ এপ্রিল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আর ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অন্য আসামিরা হলেন- গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, মাইলকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা রিয়াদুজ্জামান রিয়াদ, সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল, মাসুদ পারভেজ কার্জন, পৌর ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোজাম্মেল হক।