• বাংলা
  • English
  • রাজনীতি

    স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ভোট প্রচার,সিরাজগঞ্জে বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় বিএনপির ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    তারা হলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সহ-সভাপতি বাবুল সরকার ও সদস্য ইউনুস শিকদার এবং এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার।

    রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

    এ নির্বাচনে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডলসহ ৪ স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস (ঈগল) ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন (কচিন) এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় বহিষ্কার করা হয়।

    নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা তাদের বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছেন বলে তিনি উল্লেখ করেন।