• বাংলা
  • English
  • জাতীয়

    সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়

    টাঙ্গাইলের মির্জাপুরে সেতুর পিলারে ধাক্কা লেগে বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার বিকেলে বংশাই নদীর ওপর নির্মিত একাব্বর হোসেন সেতুর দুই নম্বর পিলারে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

    এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এক বছরে চারবার এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    বাল্কহেডের শ্রমিকরা জানান, সকালে টাঙ্গাইল সদর উপজেলার তালতলা থেকে বাল্কহেডটি ৪ হাজার সিএফটি বালু নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে বাল্কহেড নিয়ে যাবেন জাকির হোসেন ও আইয়ুব। দুপুর ২টার দিকে বাল্কহেডটি বংশাই নদীর ওপর সেতুর কাছে পৌঁছায়। সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বাল্কহেডটি সেতুর ২ নম্বর পিলারে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। বাল্কহেডের শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বাল্কহেডের শ্রমিক জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানোয়ার জানান, বাল্কহেডের দুটি ইঞ্জিনের মধ্যে একটি বিকল হয়ে যায়। বিকেলে বাল্কহেডটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়।

    উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর পাঁচপাড়া গ্রামের মদন চন্দ্র সরকার জানান, বারবার পিলারে বাল্কহেডের আঘাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত।

    মির্জাপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৪-১৫ অর্থবছরে ১২ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

    উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান জানান, পিলারে ধাক্কা লেগে বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা তার জানা নেই। তিনি বলেন, আজ বুধবার সকালে তিনি সেতুটি পরিদর্শন করবেন।

    মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বাল্কহেডের আঘাতে সেতুর কোনো ক্ষতির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    মন্তব্য করুন