সুফি মিজানকে নিয়ে ‘পঞ্চাশের প্রকৃতজন’
দেশে জীবদ্দশায় প্রথম শিল্পপতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার একুশে পদকে ভূষিত হওয়া আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র তৈরি করেছে, চ্যানেল ২৪ ।
‘পঞ্চাশের প্রকৃতজন’ এই বিশেষ প্রামাণ্য চিত্রটি আগামী শুক্রবার ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে দশটায়, সাড়ে তিনটায় এবং রাত সাড়ে নয়টায় চ্যানেল ২৪ এর পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি।
দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠান পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের কর্মময় জীবন ও সফলতা তুলে ধরা হবে।
সুফী মোহাম্মদ মিজানুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে ব্যাঙ্ক কর্মকর্তার সামান্য চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। এই পাঁচ দশকেই তিনি ৩৩ টি প্রতিষ্ঠান গড়েছেন।
যাতে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে। তাঁর গড়া প্রতিষ্ঠানগুলো বছরে লেনদেন করে পাঁচ হাজার কোটি টাকা। ভ্যাট, শুল্ক এবং আয়করের বাবদ সরকারকে প্রতি বছর প্রায় ৮০০ কোটি টাকা পরিশোধ করে।