বিবিধ

সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় ৩ দিন পর নিখোঁজ নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার

সুন্দরবন ভ্রমণে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের জন্য একটি জালের নৌকায় করে রওনা হন।
তিনি আরও বলেন, দুপুর ১টায় সুন্দরবনের ধাংমারী খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র ঢেউয়ের কারণে ডুবে যায়। স্থানীয় নৌকার সাহায্যে ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও, ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে কোস্টগার্ড ঘাঁটি মোংলা এবং স্টেশন হারবাড়িয়ার দুটি উদ্ধারকারী দল খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। ৩ দিন ধরে একটানা খোঁজাখুঁজির পর আজ সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মৃতদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।