দেশজুড়ে

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য মাসুদ রানার নাটোরে বাড়িতে শোক

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত কর্পোরাল মাসুদ রানার পরিবার নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত বোয়ালিয়াপাড়া গ্রামে শোকাহত। তার স্ত্রী আসমাউল হুসনা আখি এবং মা মর্জিনা বেগম অসহায়ভাবে কাঁদছেন। মাসুদের ৮ বছরের একমাত্র মেয়ে মাগফিরাতুল মাওয়া আমিনাও হতবাক। মাসুদ প্রায় ১৮ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত। মাত্র এক মাস ৭ দিন আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে তিনি সুদানে গিয়েছিলেন। তার মৃত্যুতে তার প্রতিবেশীরাও শোক প্রকাশ করছেন।
এদিকে, সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ও আহত সেনা সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) কর্তৃক জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নিহত শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর), সৈনিক মোঃ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (জিজি)।
আর আহতরা হলেন- লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভীন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মোঃ মেজবাউল কবির (কুড়িগ্রাম), সৈনিক মো. উম্মে হানি আক্তার (রংপুর), সৈনিক চুমকি আক্তার (মানিকগঞ্জ), সৈনিক মোঃ মানাজির আহসান (নোয়াখালী)।