• বাংলা
  • English
  • রাজনীতি

    সীতাকুণ্ডে আচরণবিধি লঙ্ঘন, পৌর কাউন্সিলরকে জরিমানা

    চট্টগ্রাম-৪ আসনের সীতাকুণ্ডে নৌকা প্রার্থীর পক্ষে মাইক দিয়ে প্রচারণা চালাতে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক পৌর কাউন্সিলরকে জরিমানা করা হয়েছে।

    রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম অ্যাপোলো, পৌর কাউন্সিলর ও পৌর সদরের ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদককে জরিমানা করেন। রোববার দুপুর ১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আলাউদ্দিন বলেন, ‘নির্বাচন আচরণ বিধিমালার ১৩ ধারা লঙ্ঘন করে কাউন্সিলর দিদারুল আলম অ্যাপোলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্সের সামনে নৌকা প্রতীকের সমর্থনে নৌকা প্রতীকে মাইকিং করেন। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।