সিলেট ১০ নম্বর কূপে মিলেছে তেলের সন্ধ্যান
সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপে তেলের সন্ধ্যান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । এখান থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার কথা জানান তিনি।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। নসরুল হামিদ বলেন, বিজয়ের এই মাসে আপনাদের আরেকটি সুসংবাদ দিতে চাই। সিলেটে আমাদের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে।
প্রতিমন্ত্রী বলেন, সিলেট-১০নম্বর কূপে ২ হাজার ৫৭৬ মিটার গভীরে খনন কাজ শেষ হয়েছে। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। ২৫৪০-২৫৫০ মিটারে পরীক্ষিত নিম্ন স্তরে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রবাহ পাওয়া গেছে। এর প্রবাহিত চাপ ৩২৫০ psi। এখানে গ্যাসের মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।
প্রতিমন্ত্রী বলেন, কূপে তেল ছাড়াও চার স্তরের গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।
আমরা আশা করছি এখানে পরীক্ষা করলে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
এসময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আমিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন।