সিরাজগঞ্জে চুল কাটতে বলায় বেদম মারধর, গ্রেফতার হয়নি আসামিরা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গুড়িবাড়ি গ্রামের মনুদাকান্ত লাহিড়ী (৬৩) কে পিটিয়ে জখম করার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। সে ওই গ্রামের মৃত লক্ষীকান্ত লাহিড়ীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারি গ্রামের রাস্তার পাশে একটি চায়ের স্টলে চুল কাটাকে কেন্দ্র করে একই গ্রামের মশিউর রহমান গংয়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মশিউর রহমান গং ওই রাতেই তাকে ফোন করে ডেকে নেয় একটি জরুরী বিষয় কথা বলার আছে এবং সেখানেই তার উপর হামলা ও বেধরক মারধর করা হয়।
তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসে এবং তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। একপর্যায়ে মনুদাকান্তর নাক-মুখ থেকে রক্ত পড়ায় জ্ঞান হারান। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন এবং এখনও জ্ঞান ফেরেনি। এ ব্যাপারে তার স্ত্রী শান্তনা লাহিড়ী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, মামলার আসামিদের চুল কাটার কথা বলায় তাকে বেধড়ক মারধর করা হয়। প্রাথমিক তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তারা পলাতক এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় গ্রেফতারে জটিলতা সৃষ্টি হচ্ছে। তবে ২/৩ দিনের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।