সিবিসি কর্তৃক জাতীয় বাজেট ২০২৪-২০২৫ পরবর্তী আলোচনা বিষয়ক সিপিডি অনুষ্ঠান
আইসিএমএবি এর চট্রগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক আয়োজিত জাতীয় বাজেট ২০২৪-২০২৫ পরবর্তী আলোচনা বিষয়ক সিপিডি অনুষ্ঠান গত শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ খ্রি. তারিখে সিএমএ ভবন, আগ্রাবাদ, চট্টগ্রামে বিকাল ৫:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। চট্রগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সম্মানীত চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ এর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। সিবিসির সিপিডি ট্রেনিং এন্ড ওয়ার্কসপ কমিটির চেয়ারম্যান জনাব শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ জাতীয় বাজেটের উপর আলোচনার গুরুত্ব বর্ণনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর আপিল অঞ্চল, চট্টগ্রাম এর কর কমিশনার জনাবা শামিনা ইসলাম। সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন আইল্যান্ড সিকিউরিটিজ এর চেয়ারম্যান ও আইসিএমএবি সাবেক প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আলম এম. জামান এন্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস এর ম্যানেজিং পার্টনার ও আইসিএবি, সিআরসি এর চেয়ারম্যান জনাব মোঃ মনিরুজ্জামান এফসিএ।প্রবন্ধ উপস্থাপক জনাব মোঃ মনিরুজ্জামান এফসিএ তাঁর আলোচনায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটের কারিগরি, পরিসংখ্যানিক এবং সর্বশেষ হালনাগাদকৃত আইন, এসআরও, পরিবর্তিত নিয়ম-নীতিগুলোর উপর ভিত্তি করে তথ্য বহুল বক্তব্য উপস্থাপন করেন। বিশদ বিশ্লেষণ প্রস্তাবিত বাজেট এবং অর্থনীতিতে এর প্রত্যাশিত প্রভাবের একটি বিস্তৃত ধারনা প্রদান করে।জনাব মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং তার বাস্তব অভিজ্ঞতার আলোকে বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় তুলে ধরেন। পরিশেষে তিনি এমন সময় উপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য সিবিসিকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন সিবিসি ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাবা শামিনা ইসলাম তাঁর বক্তব্যে সরকারের উন্নয়ন, কৌশল ও বাজেটের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্য শেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সিবিসিকে ধন্যবাদ জানান।চট্টগ্রামের উল্লেখ্যযোগ্য সংখ্যক সিনিয়র ফেলো, এসোসিয়েট ও সিএমএ সদস্যগন এবং আইসিএমএবি চট্টগ্রাম শাখার সিনিয়র শিক্ষার্থীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। অনুন্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সিবিসি এর সেক্রেটারী জনাব মো: রাকিবুল ইসলাম মৈশান এফসিএমএ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন সিবিসি এর ট্রেজারার জনাব মোঃ রিজওয়ান হাসান এসিএমএ ।