• বাংলা
  • English
  • জাতীয়

    সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

    গত ২৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের প্রথম ও বৃহত্তম সাংবাদিক সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ সিডনির হার্স্টভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে ‘এসো মিলি প্রাণের উৎসব’ স্লোগানে ‘মহান বিজয় দিবস’ উদযাপন করে।

    আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর পর মোঃ জিয়াউল কবির জিয়ন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, গীতা ও বাইবেল পাঠ করেন ডাঃ রতন কুন্ডু ও পল ডি মধু। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের কিশোর বেহালা বাজিয়ে। এ সময় হলে উপস্থিত অতিথিরা উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

    বাংলাদেশ কনস্যুলেট সিডনির কনসাল অ্যান্ড চ্যান্সারি হেড, এমডি আশফাক হোসেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং সংগঠনের সিনিয়র নেতা শাহ এনায়েতুর রহমান বেলাল, ডা. হাবিবুর রহমান বিশ্বাস, রেজাউর রহমান ও মিজানুর রহমান তরুণকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়।

    এরপর সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডুর পরিচালনায় সাংস্কৃতিক সম্পাদক তাম্মী পারভেজ ও কোষাধ্যক্ষ দিলারা জাহান এবং সদস্য জেরিন আফরিন সিডনির বিদায়ী কনসাল ও চ্যান্সারি হেড এমডি আশফাক হোসেনের হাতে সংগঠনের ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন। সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মতিন তার স্বাগত বক্তব্যে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সকল অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    বিজয় মঞ্চে সংগঠনের পক্ষ থেকে হাজী মোঃ দেলোয়ার হোসেন ও অ্যাডভোকেট মোঃ মোবারক হোসেনকে সনদপত্র ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মহান বিজয় দিবস উদযাপনের সমন্বয়ক মোহাম্মদ আসলাম মোল্লা উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপলক্ষে মোঃ জিয়াউল কবির জিয়নের সম্পাদনায় বিজয় নামে একটি স্মৃতিকথা প্রকাশিত হয়।