সার্চ কমিটি প্রস্তাবিত সব নামই প্রকাশ করবে
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে যারা মনোনীত হবেন তাদের সবার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি। রোববার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতে সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এ মন্তব্য করেন।
তিনি বলেন, যে নামগুলো আসবে, তা চারশ, পাঁচশত হোক, তাদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একই দিন সুপ্রিম কোর্টের জাজ লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আমন্ত্রিতদের অনেকেই উপস্থিত ছিলেন। বৈঠকে সার্চ কমিটির পাঁচ সদস্য ছাড়াও ভারপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দফা বৈঠকে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।
তৃতীয় বৈঠকে রাজনৈতিক দলগুলোর নাম পেতে সময় বাড়ানো হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, যেসব দল আমাদের কাছে তাদের নাম জমা দেয়নি তারা সোমবার বিকেল ৫টার মধ্যে তাদের নাম জমা দিতে পারবে। এরপর বিকেল ৫টার পর দ্রুততম সময়ে জমা হওয়া সব নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তৃতীয় বৈঠকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা হলেন- শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম গাজীর মফিদুল হক, সুজন সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, প্রজন্ম-১ এর আসিফ মুনীর, ড.নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসির মামুন, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির এবং অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।