সাংবাদিক কাজলের মামলার চার্জশিট বাতিলের আবেদন
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা তিনটি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।
বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ আবেদন করা হয়। বেঞ্চের আলোচ্যসূচি অনুযায়ী চলতি সপ্তাহে শুনানি হতে পারে।
মঙ্গলবার কাজলের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
২০২০ সালের ৯, ১০ ও ১১ মার্চ মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ওসমান আরা বেলী ও সুমাইয়া চৌধুরী কাজলের বিরুদ্ধে বন্যা ডিজিটালের অধীনে তিনটি মামলা করেন। নিরাপত্তা আইন। রাজধানীর শেরেবাংলা নগর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় এসব মামলা দায়ের করা হয়েছে।
কাজলের বিরুদ্ধে ফেসবুকে মন্ত্রী, সংসদ সদস্য ও যুব মহিলা লীগের শীর্ষ নেতাদের নিয়ে অশ্লীল, মানহানিকর, আপত্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। একই বছরে তিনটি মামলায় অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। গত ৮ নভেম্বর কাজলের বিরুদ্ধে তিনটি মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
সাংবাদিক কাজল ২০২০ সালের ১০ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে ওই বছরের ৩ মে বেনাপোল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ ডিসেম্বর, ২০২০ তারিখে হাইকোর্ট তাকে জামিন পান।