• বাংলা
  • English
  • জাতীয়

    সাংবাদিকদের ওপর হামলা, জাতীয় প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

    জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আজ (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের কর্মসূচিতে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে প্রায় ৩০ জন গণমাধ্যমকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলায় সাংবাদিকরা শুধু রক্তাক্তই হননি, দুর্বৃত্তরা সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাংচুর ও মোবাইল ফোন কেড়ে নেয়। নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণের দাবিও জানান তারা।

    জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।