সাংবাদিককে অপমান করা সেই ইউএনও টেকনাফ ছাড়লেন
কক্সবাজারের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককে গালিগালাজ করায় ওএসডি হওয়া টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু অবশেষে টেকনাফ ছেড়েছেন।
উপজেলার কার্যক্রম শেষে মঙ্গলবার রাত ৮টায় টেকনাফ ত্যাগ করেন ইউএনও।
এর আগে বিকেলে এরফানুল হক চৌধুরীকে দায়িত্ব বুঝিয়ে দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এখন থেকে তিনি ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন, আমি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। সদ্য বিদায়ী ইউএনও রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।
এর আগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই ‘নিচু স্থানে নির্মিত উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিবেদককে ডেকে হুমকি ও দুর্ব্যবহার করেন। এই ফোনালাপের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশজুড়ে তীব্র সমালোচনা হয়।