• বাংলা
  • English
  • রাজনীতি

    শেখ হাসিনার অসম্মানজনক পতনের কারণ ব্যাখ্যা করলেন কাদের সিদ্দিকী

    গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ধ্বংসের কারণে শেখ হাসিনার অসম্মানজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    কাদের সিদ্দিকী বলেন, ‘এ দেশের মানুষ গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়। জনগণকে ভোটের অধিকার দেননি বলেই শেখ হাসিনার পতন। জনগণের ভোটের অধিকারকে সম্মান করেনি। তারা পরপর কয়েকবার ভোট দিতে দেয়নি, যার ফল এই পতন হয়েছে।

    জনগণকে দীর্ঘদিন ভোটাধিকার না দিয়ে রাখলে এখন যারা ক্ষমতায় আছে তাদের জন্য এর পরিণতি খুব একটা ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

    কাদের সিদ্দিকী বলেন, ‘যারা সরকার চালাচ্ছেন তাদের দেশের মানুষের কথা বিবেচনা করার অনুরোধ করছি। ক্ষমতা কারো কাছে চিরন্তন নয়, যারা হয়েছে তাদের কাছে নয়; আজ যারা এসেছেন তাদের জন্যও। তাই দেশের মানুষের কথা ভাবুন, দেশের মানুষকে সম্মান করুন।

    মওলানা ভাসানীর অবদানের কথা স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না থাকলে বাংলাদেশও হতো না। বাংলাদেশ না থাকলে আমাদের আজকের এই অবস্থা হতো না। কিন্তু এই মহান ব্যক্তির অসম্মান দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।

    দেশের জন্য যারা অবদান রেখেছেন তাদের যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।