শেখ হাসিনাকে দেশের মাটিতে রাজনীতি করতে না দেওয়ার হুঁশিয়ারি দুলুর
বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা যেমন গত ১৫ বছর ধরে অবৈধভাবে শাসন করে দেশকে ধ্বংস করে দিয়েছেন, তেমনি বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যত ষড়যন্ত্র ও চক্রান্তই করা হোক না কেন, যত ভার্চুয়াল সভাই করা হোক না কেন, দেশের মানুষ শেখ হাসিনাকে আর কোনও সুযোগ দেবে না। শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনা করে। দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে দুলু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে সবাই যেমন ঐক্যবদ্ধ হয়ে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে, তেমনি সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং সকল ষড়যন্ত্র বন্ধ করা উচিত। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর কখনও দেশের মাটিতে আশ্রয় ও সুরক্ষা দেওয়া যাবে না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপকর্ম সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।