শুক্রবার সুফি মিজান কে নিয়ে বিশেষ প্রমান্য অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল-২৪
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহম্মদ মিজানুর রহমানের কর্মময় জীবন ও সফলতা নিয়ে ”পঞ্চাশের প্রকৃতজন” শিরনামে বিশেষ প্রমাণ্য অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল-২৪।
অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৩য় দিন ২৩ জুলাই’২১ শুক্রবার সকাল ১০.৩০মি, দুপুর ৩.৩০মি ও রাত ৯.৩০মিনিটে। অনুষ্ঠানটি দেখার আমন্ত্রন জানিয়ে বিশেষ প্রমো প্রচার করছে চ্যনেলটি।