• বাংলা
  • English
  • জাতীয়

    শুক্রবার থেকে বিআরটিসির ঈদ স্পেশাল বাস চলাচল করবে

    ঈদুল ফিতর উপলক্ষে ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঈদ সার্ভিসের বাস চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

    গত ৯ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষারা) থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

    ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, খাসেরহাট, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের বাসগুলো মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে।

    কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-ভাঙ্গা, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানীশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটের বাস।

    ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা (পটুয়াখালী), আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা এবং পাটুরিয়া, যশোর রুটের বাসগুলো গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে।

    ঢাকা-পয়সারহাট, বিশ্বরোদ-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের বাসগুলো জোরসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে।

    মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটের বাস।

    মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের বাস।

    গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের বাস।

    যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-রংপুর, শরীয়তপুর রুটের বাস।

    নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের বাস।

    নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটের বাসগুলো নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে।

    যাত্রীদের চলাচলের সুবিধার্থে ১৮ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনালে জরুরি সেবা প্রদানের জন্য নিম্নলিখিত ডিপো/স্থানে ৬০টি বাস স্ট্যান্ডবাই থাকবে। স্থানগুলো হলো- সয়দাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর ক্রসরোড, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।

    মন্তব্য করুন