শাহজালাল বিমানের মেঘদূতে ১২ কেজি সোনার বার পাওয়া গেছে
সোমবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মেঘদূত থেকে এক কেজি ওজনের ১২টি সোনার বার ছয় বান্ডিল জব্দ করা হয়। এর বাজার মূল্য আট কোটি ৪০ লাখ টাকা।
তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। অজ্ঞাতনামা চক্রের বরাত দিয়ে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানম জানান, সোমবার সিঙ্গাপুর ছেড়ে যাওয়া বিজি-৫৮৫ মেঘদূত বিমানটি সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুর থেকে একটি চোরাকারবারি চক্র বিমানে সোনার বিশাল চালান নিয়ে যাবে বলে আগেই গোপন ছিল। এই খবরে মেঘদূতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দারা। তখন বিমানের 2nd A এবং 2nd F সিটের নিচে স্কট টেপে মোড়ানো ছয়টি বান্ডিল উদ্ধার করা হয় যা চোরাকারবারি চক্রের দ্বারা চতুরতার সাথে লুকিয়ে রাখা হয়েছিল। এসব বান্ডিল খুলে তা থেকে ১২ পিস বার জব্দ করা হয়। যার প্রতিটির ওজন ১০০০ গ্রাম অর্থাৎ ১ কেজি।