রাজনীতি

শরীয়তপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শরীয়তপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ফেসবুকে গণভোটের পক্ষে ও বিপক্ষে পোস্টকে কেন্দ্র করে ভোজেশ্বর এলাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মৌখিক সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।