বিবিধ

লালমনিরহাটে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে মহিষখোচা থেকে আদিতমারী উপজেলা অভিমুখে যাওয়ার পথে আনসার খার পুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নিচু ধানক্ষেতে পড়ে যায়। অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আতিকুল ইসলামের মৃত্যু হয়। এদিকে, বাকিদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত আতাউর রহমান বকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ঘটনার পর থেকে অটোরিকশা চালক পলাতক রয়েছেন।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম আমাদেরকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতরা হলেন মহিষখোচা ইউনিয়নের ব্রহ্মত্তর এলাকার দক্ষিণ বালাপাড়ার মৃত তোফায়েলুর রহমানের ছেলে আতাউর রহমান বকুল (৫২) ও মহিষাশহর এলাকার আজিজার রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩০)।