বিবিধ

রোহিঙ্গা ক্যাম্পে ‘ছয় খুনের’ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ‘ছয় হত্যা’ মামলার পলাতক আসামি শফিকুল ইসলাম ওরফে লালুকে (৫০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। লালু ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮ নম্বর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ। তিনি জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ছয় খুনের মামলার পলাতক আসামির অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। লালু পালানোর চেষ্টা করলে গ্রেফতার হন। ছয় হত্যা মামলায় তাকেসহ অর্ধশতাধিক আসামি গ্রেপ্তার হয়েছে। লালু মামলার ১৬ তম আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে কুতুপালং ক্যাম্পে তার অফিসে গুলি করে হত্যা করা হয়। এরপর ২২ অক্টোবর রাতে দারুল উলূমে ছয়জনকে হত্যা করা হয়।

মন্তব্য করুন