• বাংলা
  • English
  • জাতীয়

    রাজশাহী মেডিকেলে করোনার ওয়ার্ডে একদিনে ১৬ জন মারা গেছেন

    মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং ঝিনাইদহের একজন রয়েছেন। করোনা পজেটিভ উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন করোনা নেগেটিড হয়ে মারা যান।

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানি জানান, গত ২৪ ঘন্টা ৬০ জন নতুন রোগীকে করোনার ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একাই রাজশাহী থেকে ৪৪ জন ভর্তি হয়েছেন।

    ৩৫৭  বেডের বিপরীতে ৪১০ জন ভর্তি আছেন। এর মধ্যে রাজশাহীর ২৭৪, চাঁপাইনবাবগঞ্জের ৬০, নাটোরের ২৬, নওগাঁর ৩৪, পাবনার ৯, কুষ্টিয়া থেকে ৩ এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।

    চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জন পজিটিভ আসে। সনাক্তকরণের হার ২৫.৭৭ শতাংশ।

    মন্তব্য করুন