রাজবাড়ীতে ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ীর পানশায় জমি নিয়ে বিরোধের জেরে ছাত্তার মৃধা নামে এক কৃষককে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আসাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডু ও মিরাজ মৃধা। রায় ঘোষণার সময় ঠান্ডু ও মিরাজ মৃধা পলাতক ছিলেন। খালাস পেয়েছেন শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকাল ৭টায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জায়গীর মালঞ্চি গ্রামে জমি বিরোধের জের ধরে আবদুস ছত্তার মৃধা ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালান। এই ঘটনায় আবদুস ছত্তার মৃধার গলা কেটে তাকে হত্যা করেন। এই ঘটনায় তার স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জন এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুর রাজ্জাক বলেন, মামলার সাক্ষ্যপ্রমাণ অনুসারে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং তিনজনকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় দুই আসামি পলাতক ছিলেন।

