• বাংলা
  • English
  • বিবিধ

    রাজধানীর রাস্তাঘাট ফাঁকা, গণপরিবহন কম

    আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চলছে দুই দলের সমাবেশ। এই সমাবেশকে ঘিরে রাজধানী ঢাকা একেবারেই ফাঁকা হয়ে গেছে! দু-একটি বাস ও সিএনজি ছাড়া কোনো গণপরিবহন নেই।

    সরেজমিনে দেখা যায়, মিরপুর, বনানী, মহাখালী, তেজগাঁও ও ফার্মগেটের প্রধান সড়কগুলো একেবারেই ফাঁকা। দুই-একটি বাস চলছে।

    অধিকাংশ বাস বন্ধ রয়েছে। যে বাসগুলো চলছিল সেগুলোতে খুব একটা লোক দেখা যায়নি। বাসস্ট্যান্ডে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করলেও বাস দেখতে পাচ্ছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকেই হাঁটছেন।

    অনেকেই আবার বাসায় ফিরছেন।

    সিএনজিগুলো দ্বিগুণ ভাড়া চাচ্ছে।’

    একই কথা বললেন মহাখালী বাসস্ট্যান্ডে অপেক্ষারত জুনায়েদ। তিনি বলেন, সমাবেশ পল্টন এলাকায়। কিন্তু এখানে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বনানী থেকে বাস না পেয়ে এখন পর্যন্ত হেঁটেছি।

    আজকে গাড়ি পাব কিনা জানি না।’

    এদিকে দুই দলের সমাবেশে নেতাকর্মীদের নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন এলাকায় গণপরিবহন ব্যবহার করতে দেখা গেছে।