রাজধানীতে যুবককে মুখোশধারীদের গুলি
রাজধানীর পশ্চিম রামপুরায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে মো. সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের বাগিচা টেক এলাকায় হাতিঝিল থানা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত সুমনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কুতুমপুর গ্রামে। বর্তমানে তিনি পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে থাকেন। সুমন ইন্টারনেট লাইন সংযোগকারী হিসেবে কাজ করেন।
আহতের পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, রাতে সুমন পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২ নম্বর লেনে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় মুখোশধারী অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেলে করে সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে সুমন আহত হন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, পরে তার আত্মীয়রা সুমনকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ভোর ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসার পর আহতদের তাদের আত্মীয়রা নিয়ে যান। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Do Follow: greenbanglaonline24