• বাংলা
  • English
  • জাতীয়

    রাংগামাটি- খাগড়াছড়ি সড়কের কুতুবছড়িতে ক্ষতিগ্রস্থ সেতু মেরামতের উদ্দ্যেগ।

    রাংগামাটি- খাগড়াছড়ি সড়কের কুতুবছড়িতে ক্ষতিগ্রস্থ ৬৪ মিটার সেতুটি জরুরীভাবে মেরামতের কাজ শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষের চলাচলের একমাত্র এ সেতুটি সেনাবাহিনী  কর্তৃক মেরামত করা হচ্ছে। উত্তর দক্ষিন পার্বত্য  চট্টগ্রামের যোগাযোগের এ গুরুত্বপুর্ন সেতুটি গত ১২ জানুয়ারী এক দুর্ঘটনায় নদীতে ভেংগে যায়। যার ফলে রাংগামাটি ও খাগড়াছড়ির মধ্যে যোগাযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পাহাড়ি এ জনবহুল এলাকার মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্থ এ সেতুটি মেরামত করার জন্য সড়ক ও জনপদ বিভাগকে সহায়তায়  সেনাবাহিনীর পক্ষ থেকে সদর দপ্তর ৩৪ ইনজিনিয়ার কনষ্ট্রাকশন ব্রিগেড এর নির্দেশে স্থানীয় ২০ ইসিবি এগিয়ে আসে। এতে জনবহুল এ অন্চলের মানুষের মধ্যে স্বস্থি ফিরে আসে।

    গতকাল ১৫ জানুয়ারী থেকে কনস্ট্রাশন এ ব্যটেলিয়ানটি দ্রতগতিতে একটি বেইলী ডাইভারশান সড়কের নির্মান কাজ  শুরু করেছে। সড়কটিতে যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন ও সচল রাখার জন্য ডাইভারশান সড়কে ১৪০ ফুটের বেইলী সেতু ও ২৪০ মিটার এপ্রোচ সড়কের নির্মান কাজ এগিয়ে চলছে। আশা করা যায় ডাইভারশান সড়কটি নির্মান করে খুব শীঘ্রই জনসাধারনের চলাচলের জন্য উম্মুক্ত করে এ অন্চলের যোগাযোগ ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা হবে।  উল্ল্যেখ্য একমাত্র এ সেতুটি দিয়ে চট্টগ্রামে  বিভিন্ন পন্য আনা-নেওয়া করা হতো।

    মন্তব্য করুন