যৌতুক মামলায় সহকারী জজের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি
যৌতুক নির্যাতন মামলায় নীলফামারী জেলা সিনিয়র সহকারী জজ মোঃ নিয়াজ মখদুম শিবলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াক এ পরোয়ানা জারির আদেশ দেন। মামলার বাদী আফ্রিদা আইরিন আরশি (৩০) রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ কল্যাণপুরের বাসিন্দা আবুল কালামের মেয়ে।
মামলার বাদী পক্ষের আইনজীবী মোঃ তৌহিদুল ইসলাম সজীব বলেন, যৌতুক নিষেধাজ্ঞা আইনের ৩ ধারায় ২০২৪ সালে মামলা হলে আদালত প্রথমে সমন জারি করেন। কিন্তু আসামি আদালতে হাজির না হওয়ায় রোববার গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
Do Follow: greenbanglaonline24