• বাংলা
  • English
  • রাজনীতি

    যে কারণে ছাত্রলীগ সভাপতির টকশো  স্থগিত করলেন খালেদ মুহিউদ্দিন

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নিয়ে টকশো আয়োজনের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম  ঠিকানা টিভির সিইও ও এডিটর-ইন-চিফ খালেদ মুহিউদ্দিন। সমালোচনার মুখে তিনি সেই অনুষ্ঠান স্থগিত করেন।

    বুধবার রাত ৮টার দিকে খালেদ মুহিউদ্দিন তার ফেসবুকে এক পোস্টে টকশো স্থগিত করার বিষয়টি জানান।

    খালেদ মুহিউদ্দিন ফেসবুকে লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগ এখন নিষিদ্ধ সংগঠন। একাধিক আইনজীবীর পরামর্শ অনুযায়ী, বাংলাদেশের পক্ষ থেকে কারও বক্তব্য প্রচার করা বৈধ হবে না। এ বিবেচনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতির অনুষ্ঠানটি স্থগিত করা হল।

    আগামীকাল বৃহস্পতিবার রাত ৯টায় ‘খালেদ মুহিউদ্দিন ইন অ্যাড্রেস’ শীর্ষক লাইভ টকশোতে খালেদ মুহিউদ্দিনের সঙ্গে সাদ্দামের অংশ নেওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন জুলি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরজিস আলম লিখেছেন, ‘খালেদ মহিউদ্দিন ভাই, এর আগে তিনি নিষিদ্ধ সংগঠনের নেতাদের সঙ্গে কয়টি টকশো করেছেন? এটা আমাদের ৩০ হাজারের বেশি শহীদের সঙ্গে বেইমানি, অর্ধকোটি রক্তাক্ত ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি।

    একই বিষয়ে সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে পদোন্নতি দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদ এবং জাতীয় বিপ্লব ও সংহতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।